Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিএমএ ও স্বাচিপের জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএমএ ও স্বাচিপের উদ্যোগে, পুষ্পস্তর্বক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধর প্রতীকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন করা হয়। পরে ৯টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবাধায়ক ডাঃ নজীবুশ শহীদ।
জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ, স্বাচিপের সভাপতিও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সাধারণ সম্পাদক সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা ঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ। এতে বক্তব্য রাখেন, ডাঃ আরশেদ আলী, ডাঃ কায়ছার রহমান, ডাঃ ডাঃ অরুণ কুমার পাল, ডাঃ সেলিম আহমেদ, ডাঃ সঞ্জয় রায় প্রমূখ। পরে ডাক্তাররা জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা বিএমএ ও স্বাচিপের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। দুপুরে বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।