Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শচীন্দ্র কলেজের অডিটরিয়ামে গতকাল সোমবার বেলা ১১ ঘটিকায় সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির সদস্য সজীব আলী বলেন জিয়াউর রহমানের চক্রান্তে একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির প্রাক্তন সদস্য রাখাল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক তপন কুমার হীরা। শিক্ষক ও কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রভাষক রনজু পাল, প্রভাষক লতিফ হোসেন ও সহকারী গ্রন্থাগারিক জহুরা বেগম। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখে হোসাইন চৌধুরী, সৈকত আহমেদ, মোস্তাক আহমেদ ও অভি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব।