Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলাউদ্দিন আখঞ্জির গ্রামের বাড়ী চুনারুঘাটে শোকের মাতম

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ আমেরিকায় আততায়ীর গুলিতে নিহত মাওলানা শাহ আলাউদ্দিন আখঞ্জীর বাড়িতে চলছে শোকের মাতম। সর্বজন প্রিয় ওই মাওলানার শোকে মুহ্যমান পুরো হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ শহরের সওদাগর ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদের সাবেক ওই খতিবের মৃত্যুতে শোক নেমে এসেছে সুন্নী সম্প্রদায় ও সাধারন লোকজনের মাঝে। শাহ আলাউদ্দিন আখঞ্জীকে আমেরিকার নিউইয়র্ক শহরের আল ফুরকান মসজিদের সামনে বাংলাদেশ সময় রাত ১২টায় আততায়ীরা গুলি করে হত্যা করে। তিনি সেই সময় জোহরের নামাজ শেষে বাসায় ফিরছিলেন। আততায়ীর গুলিতে তার সহকারী তারা মিয়াও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। মাওলানা শাহ আলা উদ্দিন আখঞ্জীর বাড়ি চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামে। তিনি মৌলভী বাজারের সিরাজনগর মাদ্রাসা থেকে টাইটেল পাসসহ ইসলামের বিভিন্ন শাখায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। জীবিকার তাগিদে মাওলানা আলউদ্দিন আখঞ্জী স্ব-পরিবারে আমেরিকা চলে যান ২০১১ সালে। সেখানকার আল ফুরকান জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করতেন তিনি। আমেরিকায় স্ত্রী মিনারা খাতুন, ছেলে শাহ সাইফুদ্দিন আখঞ্জী, নাইম উদ্দিন আখঞ্জী, তাজ উদ্দিন আখঞ্জী, ইমাম উদ্দিন আখঞ্জী মেয়ে জান্নাতুল নাইমা আখঞ্জী ও রিমা আখঞ্জীকে নিয়ে বসবাস করতেন। তিনি সুন্নী জামাতের বড় একজন আলেম ছিলেন। তার বাবা শাহ শামসুদ্দিন আখঞ্জী ছিলেন এলাকার প্রখ্যাত আলেম ও পীর। তাদের বাড়িতে প্রতি বছর ওরশসহ বিভিন্ন ইসলামী জলশা অনুষ্টিত হয়। বাড়িইে রয়েছে শাহ শামসুদ্দিন ইসলামি একাডেমি ও মাদ্রাসা। তাদের পরিবারের সবাই ইসলামি শিক্ষায় শিক্ষিত। এলাকায় তাদের পরিবারের ব্যাপক সুনাম রয়েছে। মাওলানা আলা উদ্দিন আখঞ্জীর মৃত্যুতে হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী শোক জানিয়েছেন। আহলে সুন্নত ওয়াল জামাতের হবিগঞ্জ জেলা ও চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে।