Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভাসুরদের অত্যাচারে আতঙ্কে দিন কাটাচ্ছে বিধবা মহিলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের এক বিধবা কাজের বুয়ার জায়গা দখল করে বাড়ি থেকে বিতারিত করার চেষ্টা করছে ভাসুররা। তাদের সহযোগিতা করছেন নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম। তাদের প্রতিনিয়ত হুমকীতে ৫সন্তানের জননী বিধবা আতঙ্কিত। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ঘটনার বর্ণনা করেন কাজের বুয়া শুভা বেগম। ডিলখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৮ বছর পূর্বে তার স্বামী নবীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আনমনু এলাকার বাসিন্দা মোঃ এমরান মিয়া ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান রেখে মারা যান। এর পর থেকেই স্বামীর পৈত্তিক ভিটার উপর নজর পড়ে শুভা বেগমের ভাসুর শাহজাহান মিয়া ও মিরজাহান মিয়ার। অভিভাবকহীন শুভার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। চেষ্টা চলে ভূমি থেকে উচ্ছেদের পায়তারা।
কিন্তু এতে ব্যর্থ হয়ে গত ১৮ ফেব্র“য়ারী ভোরে ৫টার দিকে ভাসুর শাহজাহান মিয়া, মিরজাহান মিয়াসহ অন্যান্যরা ঘুমন্ত শুভার উপর অর্তকিত হামলা চালায়। এরা কাপড় টানা হেছড়া করে শ্লীলতাহানি করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ডিবির এসআই মোঃ ইকবাল বাহার দীর্ঘ তদন্তে ঘটনর সত্যতাপান তিনি। এদিকে মামলা দায়েরের পর তার উপর নির্যাতনের পরিমাণ বেড়ে যায়। এরা তাকে বিটে ছাড়ার নির্দেশ দেয়। অন্যতায় হত্যার হুমকী দেয়। অভিযুক্ত ভাসুরদের পাশাপাশি পৌর কাউন্সিলর আব্দুস সালামও বিধবাকে বিভিন্ন ভাবে হুমকী প্রদান করে আসছেন। যে কারণে শাহজাহান ও মিরজানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকলেও এরা ঘুরা ফেরা করছে প্রকাশ্যে। এমনকি আদালতে হাজির হয়ে জামিন পাবার পর দিনই তাদেরকে ভিটে উচ্ছেদ করা হবে বলে হুংকার দিয়ে আসছে। লিপ্ত রয়েছে বিভিন্ন ষড়যন্ত্রে। এদিকে গত ১০আগষ্ট জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছে শুভা বেগম। ৪ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী কাজের বুয়া শুভা আতংকে দিন কাটাচ্ছে।