Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মিলাদ মাহফিলে ডাঃ মুশফিক চৌধুরী ॥ ঘাতক খন্দকার মোস্তাক এর অনুসারীরা জামাত ও জঙ্গিদের চেয়েও ভয়ংকর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় ইউপি কার্য্যালয় প্রাঙ্গনে ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, যার জন্ম না হলে এদেশ ও জাতি আজও স্বাধীন হতোনা সেই জাতির জনকের খুনী চক্র ঘাতক মোস্তাক এর অনুসারীরা আজো দেশ ও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা জঙ্গি ও জামাত শিবিরের চেয়ে আরও ভয়ংকর। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন ৭৫ এর সেই কলংকিত কালোরাতে নির্মমভাবে শহীদ হওয়া জাতির জনক সহ সকল শহীদগণকে এদেশ ও জাতি কোন দিন ভুলবেনা। তাই সবাইকে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি হিসেবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১৩ নং পানিউমদা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যূগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট মুজিবুর রহমান কাজল, এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র পাল। এতে বক্তব্য রাখেন প্রবীন আ.লীগ নেতা সৈয়দ এরশাদ আলী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দাল করিম, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনর রহমান নোমান, আওয়ামীলীগ নেতা, জুনাব আলী, শ্রমিকলীগ নেতা দিলশাদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, ৬নং কুর্শি ইউপি যুবলীগের সভাপতি নেছার আহমদ জগলু, আউশকান্দি ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম,এ ছবুর, ছাত্রলীগ নেতা, তোফায়েল, শাহান শাহ্ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক জনতা। সভা শেষে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।