Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের আমরা ‘ক’ জন অর্গানাইজেশন

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে হবিগঞ্জের উদীয়মান তরুনদের সংগঠন ‘আমরা ক’ জন অর্গানাইজেশন’। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশা বাড়ী ইউনিয়নের স্থানীয় একটি মাদরাসা মাঠে শতাধিক বন্যার্তের এ ত্রাণ দেয়া হয়। ত্রাণের পূণ্যসামগ্রী হিসেবে দেয়া হয়- চাল, ডাল, আলু, খাবার স্যালাইন, বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ উদ্যোগে যারা ছিলেন- সংগঠনের জনি আহমেদ রাজু, ফাহাদ আনসারী, আব্দুল্লাহ আল রিফাত, তারেক আহমেদ ও ফরহাদ আহমেদ। সংগঠনের জনি আহমেদ রাজু জানান, ৯ আগষ্ট সিরাজগঞ্জে খোকশা বাড়ী ইউনিয়নের ৫টি গ্রামের বাড়ী-বাড়ী গিয়ে নামের তালিকা সংগ্রহ করা করে পরের দিন স্থানীয় একটি মাদরাসা মাঠে ৩০ হাজার টাকার ত্রাণ বিতরণ করা হয়। এর আগে সংগঠনের সদস্যরা হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়। ত্রাণ বিতরণের সময় সহযোগীতা করেন স্থানীয় একটি এনজিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা। উল্লেখ্য, আমরা ‘ক’ জন অর্গানাইজেশন সংগঠনটি ইতোমধ্যে হবিগঞ্জের বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখছে। উল্লেখ্যযোগ্য হিসেবে, গত ঈদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, মেহেদী উৎসব ও জঙ্গী বিরোধী মানববন্ধন করেছে সংগঠনটি। সংগঠনের আরিফ তালুকদার জানান, ত্রান বিতরণের জন্য যেসকল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সহযোগীর হাত বাড়িয়েছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞা প্রকাশ করছি।