Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বর্ধিত পানির বিল প্রত্যাহার করতে হবে নতুবা পৌর কার্যালয় ঘেরাও

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার, যখন তখন বিদ্যুৎ নেয়া বন্ধ করা, গ্রাহক ভোগান্তি দুর করা, মিটার দেখে বিল দেয়া, গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাড়াও, আবাসিক সংযোগ চালু করা, সুন্দরবনকে ধ্বংস করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চলবে না, উল্লেখিতক দাবী দাবাকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় খোয়াইমুখ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমরেড নূরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান, সিপিবি নেতা আজমান আহমেদ, শ্রমিক নেতা অনু মিয়া প্রমুখ। সভায় উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন রনজিত সরকার, অনিবাশ সরকার, মোঃ আহাদ মিয়া, শৈলেন সরকার ও ছাত্রনেতা রাকিব।
সভায় বক্তাগণ বলেন কোন কারণ ছাড়াই পৌরসভা অযৌক্তিকভাবে পানির বিল বাড়িয়ে দিয়েছে। দেশে নাগরিক অধিকার নিয়ে দায়িত্বশীল মহলের কোন মাথাব্যাথা নেই। কাজেই জনগণকে সাথে নিয়েই লড়াই সংগ্রাম করে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে পৌরসভা আশা করি নাগরিকদের দুঃখ বুঝে সিদ্ধান্ত প্রত্যাহার করবে নতুবা তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে হবিগঞ্জ পৌরসভা ঘেরাও করে রাখা হবে।