Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভিডিও কনফান্সে নবীগঞ্জ ৪টি ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে তথ্য প্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকার নিরলশভাবে কাজ করে যাচ্ছে। এজন্য স্কুলগুলোতে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব” প্রতিষ্ঠা করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি স্কুলে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। নবীগঞ্জ উপজেলার ১টি কলেজ ও ৩ স্কুলসহ সারা দেশে স্কুল-কলেজগুলোতে ২০০১টি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা উপলক্ষে নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। নবীগঞ্জের ৪টি প্রতিষ্ঠান হলো- নবীগঞ্জ ডিগ্রী কলেজ, বাগাউরা হাই স্কুল, তাজ উদ্দিন কুরেশি হাই স্কুল, তাহিরপুর আলীম মাদরাসা। এ সময় উক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।