Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে এমপি আবু জাহির ॥ যুবক-যুবতীদের মানব সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর ৫টি ট্রেডে প্রায় ১৫ হাজার বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার প্রশিক্ষিত যুবক-যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক যুব দিবস ২০১৬ উপলক্ষে হবিগঞ্জে ২ শতাধিক যুবক ও যুবতীর মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুকন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক হাবিবা রওশন জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
সংসদ সদস্য বলেন, সরকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সারাদেশে যুবক-যুবতিদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই আজ আমাদের লক্ষ্য। নারী পুরুষের সমতা আনার জন্য দেশে ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে। যার ফলে বহু বেকার যুবক যুবতির কর্মসংস্থান হয়েছে।
আবু জাহির এমপি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তর হয়েছে। কেউ আর বাংলাদেশকে গরীব বলে উপহাস করতে পারবে না। পুরোপুরিভাবে নারী পুরুষের সমতা আনা সম্ভব হলে দেশে নারী নির্যাতন থাকবে না। নারী পুরুষ সবাই শান্তিতে বসবাস করার সুযোগ লাভ করবে।