Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে “শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত স্মৃতি পরিষদ”এর কমিটি গঠিত ॥ কমান্ডার রবীন্দ্র সভাপতি, কাজল সম্পাদক রাজু সাংগঠনিক সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটিশ বিরোধী আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের কিংবদন্তি পুরুষ, সমাজসেবক, নবীগঞ্জের এক সময়ের জমিদার সর্বজন শ্রদ্ধেয় জননেতা প্রয়াত শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত (বিধুবাবু) এর স্মৃতি স্মরণীয় করে রাখতে “শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত (বিধুবাবু) স্মৃতিপরিষদ” গঠিত হয়েছে। গত ২ আগস্ট বিকাল ৪.০০ ঘটিকায় নবীগঞ্জের ওসমানী রোডস্থ এহিয়া মার্কেটের কার্যালয়ে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার রবীন্দ্রনাথ দাশের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাশ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় এক বক্তব্য রাখেন- সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুরহক চৌধুরী সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলুদ হোসেন কাজল, নবীগঞ্জ বাজার ব্যবসায়ীস মিতির সাবেক সভা পতিসুখেন্দু রায়বাবুল, বীর মুক্তিযোদ্ধা নোয়ার মিয়া চৌধুরী, কমরু মিয়া, গৌর চন্দ্র রায়, ভূবন দাশ, আব্দুল বশির, ফজলু মিয়া, কনর আলী মাষ্টার, নিজামুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় বিধুবাবুরবর্ণাঢ্য জীবন, কর্ম ও মুক্তিযোদ্ধের সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে রবীন্দ্রনাথ দাশ কে সভাপতি, মৌলুদ হোসেন কাজলকে সাধারণ সম্পাদক এবং রতœদীপ দাশ রাজুকে স সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃৃন্দ হলেন- সভাপতি রবীন্দ্র নাথ দাশ, সহ- সভাপতি ঃ কনর মিয়া মাস্টার, সহ- সভাপতি ঃ আবুল হোসেন আজাদ, সহ- সভাপতি ঃ নোওয়াব মিয়া চৌধুরী, সহ- সভাপতি ঃ বিজয়ভূষণরায়, সহ- সভাপতি ঃ অধীর চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ঃ মৌলদ হোসেন কাজল, যুগ্ম- সাধারণ সম্পাদক ঃ আজমান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ঃ নিজামুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ঃ রতœদীপ দাসরাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ঃ কমরু মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক ঃ ভূবন দাশ, প্রচার সম্পাদক ঃ গৌর চন্দ্র রায়, দপ্তর সম্পাদক ঃ হারুন মিয়া তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক ঃ নির্মল চন্দ্র দাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ঃ ধনেশ্বর বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক ঃ বীর বিক্রম বাগ চীমান্না, নির্বাহী সদস্য ঃ এড. সুমঙ্গল দাশ সুমন, এড. নিজামুল লস্কর, সুখেন্দু রায় বাবুল, ফজলুল হক চৌধুরী সেলিম, জালাল উদ্দিন সিদ্দীকি, মোঃ আব্দুল কাইয়ুম, লোকমান আহমেদ খাঁন, এড. রাজীব কুমার দে তাপস, বিপুল চন্দ্র দেব, গৌতম কুমার দাশ, তনুজরায়, বশির আহমদ, হাফিজুর রহমান, অবনীকান্তু দাশ।