Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আরিফুল হক চৌধুরী ও জিকে গউছের মুক্তির দাবীতে শহরে ছাত্রদলের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ কারাগারে আটক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌর সভার ৩ বারের নির্বাচিত মেয়র, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এর নিঃশর্ত মুক্তির দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি জামিল কমপ্লেক্সের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ ফারুক আহমেদ, এমদাদ আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসবী সাঈদ চৌধুরী, সিনিয়র সদস্য আবুল খায়ের অপু, হাবিবুর রহমান, আরিফে রাব্বানী টিটু, শাহ আঙ্গুর আলী, রায়েদ চৌধুরী রিংকু, এম এ রুমেল, আলী মোঃ ইউসূফ, গাউছুর রহমান, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম রকি, রাসেল মোল্লা, শাহ আলম হোসাইন, মোঃ সাইদুর রহমান, মোঃ কামরুল ইসলাম, আল আমিন সর্দার, রিফাত চৌধুরী, সজল চৌধুরী, হানিফ আহমেদ নিরব, ইলিয়াছ আলী, আব্দুল কাদির, সাইফুল ইসলাম, আব্দুর রউফ, এইচ এম হেলিম, শুভ আহমেদ, রহমান রাকিব, মোঃ শিপন মিয়া, তাহির আলম, আলীম, মোঃ আব্দুল মতিন, উচ্ছ্বাস সওদাগর, মোঃ রায়হান, সাইফুদ্দিন ইকবাল, ফেরদৌস আহমেদ, রুবেল খান, হাফিজুর, সাদ্দাম হোসেন, মোঃ রফু মিয়া, সায়েম চৌধুরী, মোখলেছর রহমান, মহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, তানভীর, জাহাঙ্গীর, শাওন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার হীন উদ্দেশ্যে এবং বিএনপিকে নেতৃত্ব শূণ্য করতে সরকার সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার ৩ বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জিকে গউছকে কারাগারে আটক করে রেখেছে। কারাগারে আটক থেকেও মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জিকে গউছ প্রমাণ করেছেন হবিগঞ্জের জনতার হৃদয় থেকে মুছে যাননি। বক্তারা অনতিবিলম্বে জনপ্রিয় ২ মেয়রের নিঃশর্ত মুক্তি দাবী করেন।