Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে টাকা আত্মসাতের অভিযোগ এনে শ্বশুড়ের বিরুদ্ধে জামাতার মামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে টাকা আত্মসাতের অভিযোগ এনে শ্বশুড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জামাতার।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোঃ বকুল হোসাইন বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর পূর্বপাড়ার কবিরাজ বাড়ীর মোঃ দুলাল মিয়ার মেয়ে মোছাঃ রিনা আক্তারকে বিয়ে করে। এদিকে জামাতা মোঃ বকুল হোসাইনকে সৌদি আরব পাঠানোর কথা বলে শ্বশুর দুলাল মিয়া ৩ লাখ ৬৭ হাজার টাকা গ্রহন করে। কিন্তু দীর্ঘদিন ধরেন বিদেশ পাটাতে ব্যর্থ হলে বকুল হোসাইনকে তার শ্বশুরের নিকট টাকা ফেরৎ চায়। এ নিয়ে শ্বশুর-জামাতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বকুল হোসাইন ও তাহার স্ত্রী মোছাঃ রিনা আক্তার লিগ্যাল নোটিশ দেয় দুলাল মিয়াকে। এই নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুলাল মিয়া জামাতা বকুলের টাকা ফেরত না দিয়া সময় ক্ষেপন করতে থাকে। ফলে বকুল হোসাইন বাদী হয়ে গত ১০ আগষ্ট আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তক্রমে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মাধবপুরকে নির্দেশ দেন।