Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে জেলা সাংবাদিক ফোরাম এর মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গুরি গুরি বৃষ্টি উপেক্ষা করে স্বতস্ফুর্তভাবে হবিগঞ্জের সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের প্রতিনিধিগণ এই মানববন্ধনে অংশ গ্রহন করেন।
হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব ডাঃ জমির আলী, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা জঙ্গি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, দৈনিক সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক এডঃ শাহ্ ফখরুজ্জামান, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যবস’র সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এডঃ হুমায়ূন কবির সৈকত, মর্তুজা ইমতিয়াজ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, ডাঃ এস এম সারোয়ার, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তার সম্পাদক শরীফ চৌধুরী, তারুণ্য সোসাইটির উপদেষ্টা শাহ্ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, বানিয়াচং তাহকিমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি শিব্বির আহমেদ আরজু, করাঙ্গীর নিউজ ডটকমের সম্পাদক সিদ্দিদকুর রহমান মাসুম প্রমুখ।
উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল, ব্যকসের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, আলমপনা চৌধুরী মাসুদ, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সহ-সভাপতি সালাম চৌধুরী, দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কেএম ওয়াহাব নাঈমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম কাউছার আহমেদ, রহমত আলী, জিটিভির প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক সমাচারের যুগ্ম সম্পাদক দিদার এলাহি সাজু, খোয়াইর স্টাফ রিপোর্টার নূরুল হক কবির, দৈনিক আজকের হবিগঞ্জের স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান, আনিছুজ্জামান চৌধুরী রতন, এ কে কাউছার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ ও সরোয়ার শিকদার, কাউছার আহমেদ টিপু, শারমিন জাহান লিপি, নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন, কাজী মিজানুর রহমান, এম এ আই সজিব, রায়হান আহমেদ মুন্না, এইচ এম হেলিম, মোতাব্বির হোসেন কাজল, সহিবুর রহমান, জিসান আহমেদ, সৈয়দ সাঈদ হাসান বকুল, ইকবাল হোসেন প্রমুখ। মানববন্ধনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী।