Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা আইন-শৃংখলা কমিটির সভা আবু জাহির এমপি জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ সচেতনতা সৃষ্টি করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, নবীগঞ্জ পৌরসভার মেয়র সাবির আহমদ চৌধুরী, মাধবপুর পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ, আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম রহমান ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানসহ জেলা পর্যায়ে ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি অ্যাডভোকেট আবু জাহির বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ সচেতনতা সৃষ্টি করতে হবে। যারা ইসলামের নাম নিয়ে মানুষ হত্যা করে তারা কখনও মানুষ হতে পারে না। শুধু ইসলাম ধর্ম নয়, কোন ধর্মই মানুষ হত্যা তো দুরের কথা কোন প্রানীকে অন্যায় ভাবে হত্যা করাকে সমর্থন করে না। তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে দল মতের উর্ধে উঠে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট সরকারী ভাবে এবং রাজীনতিক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। ওই দিন প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।