Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ ॥ বোর্ডে তদন্ত কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান অবসরে গেলে বদরুল আলম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর বিনা রশিদে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন খাত দেখিয়ে টাকা আদায় করে ভূয়া ভাউচারের মাধ্যমে খরচ করেন। বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে প্রাপ্ত টাকা বিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা না করে বিধিবহির্ভূতভাবে নিজের কাছে রেখে দেন। প্রধান শিক্ষক বদরুল আলম বিধিবহির্ভূত একটি পকেট কমিটি গঠন করেন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩০০ গজের মধ্যে পাঞ্জেরী কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুল নামে তার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার জন্য উক্ত বিদ্যালয়ের প্রতি তার কোন দায়বদ্ধতা নেই। প্রধান শিক্ষকের এসব অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী সিলেট শিক্ষা বোর্ডে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে বোর্ড কর্তৃক হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর হোসেনকে আহ্বায়ক, আউশকান্দি র প স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান ও দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। অভিযোগকারীদের মধ্যে ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান বলেন, নিরপেক্ষ ও সুষ্টু তদন্ত হলে অভিযোগটির সত্যতা প্রমাণিত হবে। তদন্ত কমিটির অনুলিপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পদক্ষেপ গ্রহণ করা হবে।