Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আইনগাঁওয়ে ব্রীজ নয়, যেন মরন ফাঁদ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাথে যুক্ত পুরনো এই প্রধান সড়কের নির্মিত ব্রীজটির বেহাল দশা দেখার মতো যেন কেউ নেই। ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে পরে এখন যান-চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পুরনো এই সড়কটি। কিন্তু থেমে থাকেনি গ্রামের পথচারী মানুষ। এখন এই সড়কটি উপজেলার আইনগাঁও ও নারান্দি গ্রামে চলাফেরা প্রধান সড়কে পরিনত হয়েছে। আইনগাঁও পুরোনো এই সড়কের নির্মিত ব্রীজটির ওপরে বড় গর্ত হওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ পথচারী গ্রামবাসী সহ এ সড়কে চলাচলগামী ছোট-ছোট যানবাহনগুলো। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী দুই গ্রামের শত শত ছাত্র-ছাত্রী। ব্রীজটির এই অবস্থায় স্থানীয়রা যান মালের অনিশ্চিয়তা নিয়েই চলতে হয় গ্রামবাসীদের। রাতের আধারে সড়ক দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন গ্রামের কেটে খাওয়া সাধারন মানুষ। অজান্তে কোনো গাড়ী এই সড়কে ঢুকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে মনে করেন গ্রামবাসীরা। পুনরায়া এই ব্রীজটি নির্মাণ না হলে ধীরে ধীরে ভেঙ্গ গিয়ে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়বে এই সড়কটি। এলাকাবাসী এই ব্রীজটি পুনরায় নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।