Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে একই স্থানে দুটি সড়ক দুর্ঘটনায় আহত ৩০

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে একই সময়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ৩টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর ও লস্করপুরের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৭৪৫৬) এর একটি বাস একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখি ইটবোঝাই একটি ডায়নার (ঢাকা মেট্রো-ড-১১-২৫৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২২যাত্রী আহত হয়।
এদিকে এ সংঘর্ষের সময় ওই স্থানে যাত্রীবাহি বাসের পিছন থেকে আসা দুইটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুইটি প্রাইভেটকার পিছনে থাকা অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে কার দুইটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন। উভয় দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট মেডিকেল ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ থানা হাইওয়ে পুলিশ এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।