Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন- ‘জঙ্গিবাদ শুধু আজ আমাদের দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জঙ্গিবাদ দমনে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন- ‘প্রত্যেক পরিবার যদি সঠিকভাবে ধর্মচর্চা করে এবং একটু সচেতন হয় তাহলে সমাজে জঙ্গি সৃষ্টি হবে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিরা কোনো নির্দিষ্ট ধর্মের কিংবা দলের নয়। ওরা দেশের শত্র“, জনগণের শত্র“, মানবতার শত্র“। নবীগঞ্জ পৌরসভা আয়োজিত জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) কামরুল হাসান, পূজা উদ্যাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা সভাপতি নিখিল আচার্য্য, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এ টি এম সালাম, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, সমাজ সেবক আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ সালাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) মোছাঃ রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) সৈয়দা নাসিমা বেগম, মার্কেন্টাইল ব্যাংক নবীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার বদরুল ইসলাম, কর্মকর্তা সায়েম আহমদ, নবীগঞ্জ থানার এসআই চাঁন মিয়া, এসআই রাসেল, লুৎফুর রহমান, হাফেজ আতাউর রহমান, হাফেজ হাদী, গন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না, প্রধান শিক্ষক প্রজেশ চন্দ্র রায়, প্রধান শিক্ষিকা শিপ্রা নাথ, নাসিমা বেগম, রুবেনা খাতুন, শিরিন ফাতেমা, মন্টু আচার্য্য, মতিলাল আচার্য্য, আনোয়ার হোসেন চৌধুরী কনু, সাংবাদিক এম এ আজাদ, মহিবুর রহমান তছনু, সারোয়ার শিকদার, আঃ রকিব হক্কানী, মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, মুন্না, গোপেশ চন্দ্র দেব, বিধান দেব, করনমণি দাশ, স্বপন বিশ্বাস, তরুণ দেব, মোঃ শাহেদ রহমান, চারু দেব, দুলাল চন্দ্র রায়, নিতেশ চন্দ্র রায়, রাজন, দুলাল দাশ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা (অঃদাঃ প্রাপ্ত সচিব) শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ. সেনেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্যসহকারী আবু মুছা, টিকাদান সুপার ভাইজার এলেমান আহমদ চৌধুরী, মোঃ আবু বকর, প্রফুল কুমার দাশ, আশফাকুজ্জামান বাচ্চু, মোঃ আঃ আহাদ, মোঃ জুয়েল চৌধুরী, মোঃ আলফু মিয়া, গঙ্গেশ দাশ, নিকুঞ্জ দাশ, ওবায়দুর রহমান সাইদুর, মোঃ রাজু মিয়া প্রমুখ। উক্ত মানববন্ধনে নবীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।