Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে জনসভায় উলামায়ে কেরামগণ- জঙ্গিবাদ ও মানুষ হত্যাকারীদের সাথে ইসলামের সম্পর্ক নেই

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সম্প্রতি গুলশান ও শোলাকিয়াসহ চলমান সকল সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও মানুষ হত্যাকারীদের সাথে ইসলামের কোন সর্ম্পক নেই। এদের বিরোদ্ধে দেশব্যাপী সকল শ্রেণী পেশার মানুষকে সজাগ থেকে গণ-প্রতিরোধ গড়ে তোলার জন্য বানিয়াচংঙ্গের সর্বস্তরের উলামায়ে কেরাম আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে বানিয়াচঙ্গের সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় বক্তারা এ আহ্বান জানান। সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মিছিলসহকারে জনসভায় যোগদান করায় শহীদ মিনার আশপাশ লোকেলোকারণ্য হয়ে উঠে। বর্ষীয়ান আলেম আলহাজ্ব মাওঃ আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে, প্রভাষক মুবাশ্বীর আহমদ ও মাওঃ বশীর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খান, উপাধ্যক্ষ কাজী আতাউর রহমান, শায়খ মাওঃ মুখলিছুর রহমান, ডাঃ মাওঃ বশীর আহমদ, মাওঃ আব্দুল জলিল ইউসূফী, মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ ইকবাল হুসাইন, মাওঃ গোলাম কাদির, মাওঃ শফিকুর রহমান, মাওঃ জাফর আহমদ সিরাজী, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ সুফি আহমদ, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ ফারুক আহমদ, হাফিজ মুবাশ্বির আহমদ, মাওঃ আবুল কাশেম, মাওঃ আসাদুর রহমান, মাওঃ মুবারক হুসাইন, মাওঃ মুজিবুর রহমান, স্থানীয় দারুল কোরআন মাদ্রাসা সহকারী পরিচালক আলহাজ্ব মাওঃ আব্দুল আলীম, শিক্ষা সচিব মাওঃ শায়খ গোলাম কাদির প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, সমাজের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করা ইসলামের নির্দেশ। কিন্তু আজ জাতীয় ও আর্ন্তজাতিকভাবে ইহুদী-খৃষ্টান ও তাদের প্রেতাত্মারা শান্তির ধর্মকে কুলষিত করার অপপ্রয়াস চালাচ্ছে। যার ভয়াল থাবা আমাদের স্বাধীন এই দেশেও আঘাত হানছে। যে কারনে আজ গুলশান, শুলাকিয়া, মসজিদ, মন্দির ও প্যাগুডাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। ইতিমধ্যে প্রমানিত হয়েছে এ হামলার সাথে কোন মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত নয়। বরং স্কলাস্টিকা ও নর্থ সাউথের মত নামিদামি ইংরেজী মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িত। দীর্ঘদিন যাবত দেশের আলেম-উলামা ও মাদরাসা শিক্ষার সাথে জড়িতরা বারবার বলে আসছে যে, মাদরাসা শিক্ষার সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন সর্ম্পক নেই। দেরীতে হলেও আজ সরকার ও দেশের সুশীল সমাজ সেই সত্য বুঝতে সক্ষম হয়েছে। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্তরে এসে দেশ-জাতির কল্যাণ কামনা করে প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খানের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।