Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে দু’আ.লীগ নেতার লোকদের সংঘর্ষে আহত ৪০ ॥ ৩৩ রাউন্ড গুলি

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামে জমিতে পানি সেচকে কেন্দ্র করে দু’আওয়ামীলীগ নেতার পক্ষের লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্র্ষে ৪০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রউন্ড রাবার বুলেট ছুড়ে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওই গ্রামের দু’আওয়ামীলীগ নেতা আবুল হাসেম মোল্লা মাসুম ও লিয়াকত আলীর লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বুধবার সকাল ৮টায় দু’আওয়ামীলীগ নেতার সমর্থক গিয়াস উদ্দিন ও মাহফুজ মিয়ার মাঝে জমির পানি সেচ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’ঘন্টা ব্যাপি সংঘর্ষে ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে রুবেল (২৫), আলা উদ্দিন (২২), এনাম (২০), সেলিম (৩২), জামাল (২০), কামাল (২৭) ও শাহিনুর (১৪)কে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া  জাবেদ (২১), মোর্শেদ (৩৫), বাহাদুর (২৯), খোকন (৫৪), জসিম(২৬), মাহফুজ (৪০), ছাবু (২৫), এলু (৪৫), রাইমা  (২৫), সাদ্দাম (১৭), রজন (২৪), কালাম (২৬), হেলাল (৩০), আমান (১৮) ও আলী আহমদ (২৫)সহ আরো কয়েক জনকেই  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।