Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সরকারি অর্থে নির্মিত মুক্তিযোদ্ধার বাড়ি উদ্বোধন করলেন কেয়া চৌধুরী এমপি

বাহুবল প্রতিনিধি ॥ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ এদেশের সূর্যসন্তান। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ’৭১-এর মুক্তিযুদ্ধে তারা জীবনবাজি রেখেছিলেন। ঘাতকদের হাতে স্বপরিবারে জাতিরজনক নিহত হওয়ার পর মুক্তিযোদ্ধারা কঠিন বাস্তবতার মুখোমুখি হন। চরম অবহেলায় তাদের জীবন যাপন দুর্বিসহ হয়ে উঠে। জাতিরজনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কাজ শুরু করেন। এখন মুক্তিযোদ্ধারা সম্মানীভাতা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বর্তমানে দরিদ্র মুক্তিযোদ্ধাদের সরকারি অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিচ্ছে। অনেকেই ইতোমধ্যে এসব বাড়ি বুঝে শেষ বয়সে মোটামুটি ভাল ভাবেই দিন কাটাচ্ছেন। জাতিরজনকের কন্যার নানামুখী উদ্যোগের ফলে মুক্তিযোদ্ধাদের সম্মান বেড়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা উন্নত জীবন যাপনের সুযোগ পাবে। তিনি গতকাল বাহুবল উপজেলার পূর্বদত্তপাড়া গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত বীর মুক্তিযোদ্ধা হাছন আলীর বাড়ি উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। গতকাল রোববার বিকাল ৩টার দিকে এ উপলক্ষে আয়োজিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুবাস চন্দ্র দাশ, বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ ও আব্দুল কদ্দুছ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ ও শামীনুর রহমান প্রমুখ।