Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যাপক আব্দুল হামিদের ইন্তেকাল এমপি আবু জাহির এর শোক ॥ আজ সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গনে জানাযা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুল হামিদ স্যার আর নেই। গতকাল শনিবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নিহত আব্দুল হামিদ শায়েস্তাগঞ্জ থানার নুরপুর গ্রামের মৃত আঃ সোবানের পুত্র। আজ সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ প্রাঙ্গনে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। বাদ আসর গ্রামের বাড়ী নুরপুরে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
জানা যায়, অধ্যাপক আব্দুল হামিদ শুক্রবার সকালে সহপাঠীদের সাথে তিন দিনের জন্য নৌকা ভ্রমণে বের হন। গতকাল শনিবার সারাদিন ছিলেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সন্ধ্যার পর নৌকাতে হৃদরোগে আক্রান্ত হলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন। নৌকা ভ্রমণের সঙ্গী বৃন্দাবন সরকারি কলেজের হেড ক্লার্ক জয়নাল আবেদীন বিষয়টি সেলফোনে নিহতের বাড়ীতে জানান।
এমপি আবু জাহির এর শোক ঃ
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও স্যারের মৃত্যুতে শোক জানিয়েছেন ঃ
জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাবেক সহ-সভাপতি মোঃ নূরুল হক কবির, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী, সাবেক পাঠাগার সম্পাদক সাংবাদিক পাবেল খান চৌধুরী, পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ, কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া, সহ সভাপতি এ এইচ মামুন রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ছাত্র সমন্ময় ফোরামের সভাপতি শেখ সুলতান মোঃ কাউছার, সহ-সভাপতি পিয়াস, সাধারণ সম্পাদক জাকারিয়া রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ, তোফায়েল আহমেদ, অনিক দাশ, বিশ্বজিৎ দাস, মকবুল হোসেন প্রমূখ।