Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ গড়ে তুলতে হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহরের প্রতিটি পাড়ায় পাড়ায় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং কোথাও কারও সন্দেহমূলক আগাগোনা দেখলে সাথে সাথে প্রশাসনকে খবর দিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে আরডি হলে সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে হবিগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন- এরই মধ্যে আমরা বিভিন্ন এলাকায় জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন করেছি। এ ব্যাপারে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি। সভায় উপস্থিত ছিলেন- জেলা জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ একরামূল ওয়াদুদ, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, আলহাজ্ব রইছ মিয়া, এডঃ সিরাজুল হক চৌধুরী, মোঃ আলী আরব আলী, প্রফেসর আব্দুজ জাহের, মোহাম্মদ আলী টিপু, শরীফ উল্লাহ, এডঃ আব্দুল মোছাব্বির, এডঃ মোহাম্মদ আলী পাঠান, এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু, এডঃ অহিন্দ্র দত্ত, এডঃ আফীল উদ্দিন, এডঃ আবুল ফজল, মুকুল আচার্য্য, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, হীরেন্দ্র দত্ত, মোঃ আলাউদ্দিন, এডঃ তাজ উদ্দিন সুফী, শংকর পাল, জমিলা বেগম, শেখ সামছুল হক, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অধ্যক্ষ রফিক আহমেদ, অধ্যক্ষ গকুল চন্দ্র দাস, রফিক আহমেদ, এম এ রব, জগদীশ চন্দ্র মোদক, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, আলহাজ্ব আব্দুস শহিদ, শাহ্ সুন্দর আলী, শেখ সামছুল হক, ফেরদৌস আরা বেগম ও জমিলা বেগম, জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, আবু হেনা মোস্তফা কামাল, শংখ শুভ্র রায়, সামছুল হুদা প্রমুখ। সভায় স্বাধীনতার পক্ষের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।