Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বনের পাশেই করাত কল

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চল শাহপুর বিটের ২শ গজের মধ্যেই স্থাপন করা হয়েছে একটি করাত কল। বনের খুব কাছে এ করাত কলটি গড়ে উঠায় বনদস্যুরা সহজেই বন থেকে মূল্যবান গাছপালা পাচার করে এ করাত কলে চিড়াই করছে। এতে সংরক্ষিত বনাঞ্চল দিন দিন উজাড় হওয়ার আংশকা দেখা দিয়েছে।
সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কতিপয় বন রক্ষিদের যোগসাজসে বনের পাশে শাহপুর নতুন বাজার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরকারী অনুমোদন ব্যতিরেখে একটি করাত কল স্থাপন করেন। সম্প্রতি বন রক্ষিদের অভিযানে এটি উচ্ছেদ করা হলেও আবারও তা চালু করা হয়েছে। এ করাত কলটি চালু হওয়ায় পার্শ্ববর্তী শাহপুর, শাহজীবাজার, রঘুনন্দন, শালটিলা, রেলওয়ে ও সড়ক ও জনপথের সামাজিক বনায়নের গাছপালা দেদারছে কাটা হচ্ছে। এতে বনভূমি উজাড় হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে রঘুনন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ করাত কলটি উচ্ছেদ করা হয়েছে। আবার যদি চালু হয়ে থাকে অবশ্যই এটি বন্ধ করা হবে।