Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌরসভার হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ যারা বোমা মেরে মানুষ মারে তারা ইসলামের শত্র“

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার দিনব্যাপি হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র হজ্ব পালন করতে এবছর যারা মক্কা-মদীনায় যাচ্ছেন তাদের সুবিধার জন্য হবিগঞ্জ পৌরসভা আয়োজন করেছে এ প্রশিক্ষণের। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির গতকাল বৃহস্পতিবার সকালে কিবরিয়া পৌর মিলনায়তনে দিনব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন যারা বোমা মেরে মানুষ মারে তারা ইসলামের শত্র“। তিনি হজ্ব সম্পর্কে অপব্যাখ্যাকারীদের হতে সতর্ক থেকে প্রশিক্ষক আলীমদের কাছ থেকে হজ্বের নিয়মকানুন জেনে সুন্দরভাবে হজ্ব পালনের জন্য হজ্বযাত্রীদের প্রতি আহবান জানান। হবিগঞ্জ পৌর পরিষদের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণের আয়োজন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তারা যাতে পৌরবাসীর সেবা করতে পারে সে ব্যাপারে হাজীদের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল, পৌরকর্মকর্তা ও কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। প্রশিক্ষণ পরিচালনা করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের প্রধান খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ আব্দুল মজিদ পিরিজপুরী, প্রখ্যাত ইসলামী বক্তা আলহাজ্ব নূর উদ্দিন জঙ্গি ও শায়েস্তানগর জামে মসজিদের ইমাম আলহাজ্ব মোঃ আব্দুল আলীম। হজ্বযাত্রীদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে প্রশিক্ষণ পরিচালনা করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জমির আলী। সভায় হজ্বযাত্রীদের মাঝে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।