Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল কলেজে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে এমপি বাবু ॥ ১৮ সালের মধ্যেই বাহুবলের প্রতিটি ঘরেই বিদ্যুৎ পৌছুবে

বাহুবল প্রতিনিধি ॥ দীর্ঘ এক যুগ পরে বাহুবল কলেজে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেছেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীনের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ‘বাহুবল কলেজ, জাঙ্গালীয়া ও বড়ইউড়ি (আংশিক) গ্রামে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এমপি বাবু বলেন- সরকার কলেজে বিদ্যুৎ দিতে ২১ লাখ টাকা খরচ করেছে। আপনারা (শিক্ষার্থীরা) সুশিক্ষায় শিক্ষিত হয়ে শাহ এস এম এস কিবরিয়ার মত লোক হয়ে বেরিয়ে আসবেন, এমনটাই আশাবাদী আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে বাবু বলেন- আগামী ২০১৮ সালের মধ্যেই বাহুবল উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। কারণ শেখ হাসিনা যা বলেন তা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, ইউএনও সাইফুল ইসলাম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, পল্লী বিদ্যুতের এজিএম মুমিনুল ইসলাম, জাপা নেতা উস্তার মিয়া তালুকদার ও এডঃ জসিম উদ্দিন প্রমুখ।