Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ৫ দিন ব্যাপী ফলজ বৃক্ষ মেলা সমাপ্ত ॥ প্রচারণার অভাবে ক্রেতাশূন্য হতাশায় ফিরলেন স্টল মালিকরা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী বৃক্ষমেলা গতকাল বৃহস্পতিবার কোন সমাপনী অনুষ্ঠান ছাড়াই সমাপ্ত হয়েছে। গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। মেলায় বাস্তবে ৩টি স্টল অংশ গ্রহণ করলেও উদ্বোধনের পরদিনই একটি স্টল মালিক মেলার অবস্থা আচঁ করতে পেরে স্টল গুটিয়ে চলে যান। আদর্শ মা নার্সারী ও আলী প্লান্ট নার্সারী এ দুটি স্টল নিয়েই ৫দিন ব্যাপী বক্ষমেলার আয়োজন সম্পন্ন হয়। অন্যান্য বছর মেলায় যথেষ্ট পরিমানে স্টল অংশ গ্রহণ করলেও এবারের মেলা বিপর্যস্ততার কারণ হিসেবে কৃষি বিভাগের তৎপরতা, মাঠ পর্যায়ে প্রচারণা ও কৃষকদের উদ্ভুদ্ধকরণের চরম অভাবকেই দায়ী করেন সচেতন মহল। এবারের মেলা বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০ হাজার ৬শ ৫০ টাকা ব্যয় করে। গুঞ্জণ রয়েছে, মেলার নামে সরকারি অর্থ লোপাট হওয়ারই নামান্তর। স্টল মালিক আতাউর রহমান ও সালেহ আহমদ জানান- আগামীতে আমরা আর স্টল দেব না। কারণ এবারের মেলায় আমাদের পরিবহণ খরচই উঠেনি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি নিজেই হতাশ।