Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তারা ॥ হবিগঞ্জে বিএনপিকে নিশ্চিহ্ন করতে গউছের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে নতুন মামলায় জড়ানোর প্রতিবাদে ও মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যার পর দলের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার মেয়র জি কে গউছের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। মামলা হামলা করে এই বাকশালী সরকার মক্ষতায় ঠিকে থাকার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার উপর গ্রেনেড হামলার মামলায় রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে মেয়র আলহাজ্ব জি কে গউছকে জড়ানো হয়েছে। এতেও আওয়ামীলীগ নেতারা ক্ষ্যান্ত না হয়ে ১২ বছর পূর্বে সুনামগঞ্জে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জি কে গউছকে জড়ানোর চেষ্টা চলছে। বক্তারা, সরকারের এই ঘৃন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে মেয়র আরিফ ও মেয়র জি কে গউছের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির প্রচার সম্পাদক সরদার মোঃ আইয়ুব আলী পোদ্দার, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাসের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, ওলামা দল নেতা ক্বারী আব্দুল্লাহ হিল কাফি, জেলা জাসাদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এডঃ গুলজার খান, শেখ মামুন, আবু ছালেক, এডঃ কুতুব উদ্দিন জুয়েল, শাহ ফারুক আহমেদ, মকসুদ আলী, আব্দুল কাইয়ুম, ফারুক মিয়া, রবিউল আলম রবি, হেলাল আহমেদ টিপু, মাহবুবুর রহমান, সবুজ মিয়া, গাজী আক্তার, মনুসর হাসিন, জি কে ঝলক, গোলাম মাহবুব, রুমেল খান চৌধুরী, অরজিৎ সিং, বিকাশ দাশ, করিম মিয়া, তারেক আহমেদ, এহসানুল হক এমরান, সৈয়দ আশরাফ, নয়ন আহমেদ, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, মাসুক আহমেদ, সুমন মিয়া, আহমদ আলী, কাশেম মিয়া, রাসেল, সজিব প্রমুখ।