Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেমিনার

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক বন্যা, খরা, ঘুর্ণিঝড়. বজ্রপাত ও ভূমিকম্প ইত্যাদি মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে চুনারুঘাট উপজেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ গতকাল বুধবার সকালে বীর মুক্তিয্দ্ধোা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, সহকারি কমিশনার তনময় ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হবিগঞ্জর ডিএডি মনিরুজ্জামান, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক। সেমিনারে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্টুডেন্ট কাউন্সিল প্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, ইউপি সচিবসহ শতাধিক লোক অংশ নেয়। সেমিনার শেষে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের দুটি টিম দুর্যোগ মোকাবেলার তাৎক্ষনিক আগুন নির্বাপন বিষয়ে দুটি মহড়া প্রদর্শন করেন।