Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সীরাতুন্নবী (সা:) উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাহে রবিউল আওয়াল উপলক্ষে গতকাল সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাও: মুখলিছূর রহমান। অনন্তপুরস্থ জেলা অফিস প্রাঙ্গনে জেলা আমীর মাও: মুখলিছূর রহমানের সভাপতিত্বে ও কর্মপরিষদ সদস্য আবুল হাশিমের পরিচালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মো: আলী আজম,  সদর ্উপজেলা আমীর মাও: শেখ আব্বাস আলী, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সাল, হবিগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমজাদ হোসেন মনি, জেলা আইনজীবি ইউনিটের সাবেক সভাপতি জামায়াত নেতা এডভোকেট সেলিম চৌধুরী, সদর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী খুর্শেদ আলী ও কর্মপরিষদ সদস্য মুনায়েম আহমদ আরশ,  শহর শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম, পলিটেকনিক শাখা শিবিরের সভাপতি হাফেজ আবু মুসা প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর পবিত্র কুরআনের সুরা তাওবা ও সুরা ছফ এর আয়াত উদ্ধৃত করে বলেন, এ পৃথিবীর সর্বশ্রেষ্ট মহামানব হযরত মুহাম্মদ সা: কে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য ছিল ইসলামকে দুনিয়ায় প্রতিষ্টিত সকল মতবাদের উপর বিজয়ী করা। মহানবী সা: তাঁর পুরো জীবনে  দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্টিত করার আন্দোলন করে সফল হয়েছেন। দ্বীন ইসলাম প্রতিষ্টার আন্দোলন করতে গিয়ে মহানবী সা: কে তাগুতী শক্তির সীমাহীন রোষানলে পড়তে হয়েছে। তৎকালিন রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত তাগুতী শক্তি কর্তৃক সীমাহীন অপবাদ, নির্মম জেল-জুলুম-নির্যাতন-নিষ্পেষন এমনকি নিজ জন্মভুমি থেকে বিতারিত হলেও তিনি ইসলাম প্রতিষ্টার আন্দোলনের ব্যাপারে কোন আপোষ করেন নি।