Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে অকটেন

চুনারুঘাট প্রতিনিধি ॥ ভারতে পাচার হচ্ছে অকটেন। বিনিময়ে আসছে নানা জাতের মাদক। সংঘবদ্ধ একটি চক্র বিগত ১ মাস ধরে ভারতে অকটেন পাচার করে আসছে। বৈদেশিক মুদ্রায় কেনা অকটেন পাচার নিয়ে সীমান্তে চলছে নানান ধরণের আলোচনা। বিজিবি জোয়ানরা অকটেন চোরাচালান রোধে টহল জোরদার করেছে।
সীমান্ত সূত্র জানায়, উপজেলার বাল্লা সীমান্ত এলাকায় চোরাকারবারী একটি চক্র শায়েস্তাগঞ্জ ও আসামপাড়া বাজারের একটি তেলের পাম্প থেকে ওই অকটেন কিনে এনে সীমান্তের সীমান্তের একাধিক সূত্র জানায়, দেশে প্রতি লিটার অকটেন ৯০ টাকা লিটারে কেনা যায়। অথচ সেই অকটেন ভারতে বিক্রি করা হয় ১২০ রুপিতে। টাকা বদল হয়ে লাভের অংক দাড়ায় প্রতি লিটারে ৫০ টাকা। বাল্লা সীমান্তের কুলিবাড়ি ও মোকামঘাট এলাকা দিয়ে অকেটন পাচার হয় ত্রিপুরায়। টেকেরঘাট গ্রামের জনৈক ব্যক্তি অকটেন পাচারকারীদের লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বাল্লা বিজিবি’র সুবেদার নবীর হোসেন বলেন, অকটেন পাচার বিষয়টি একেবারেই নতুন, তবে অকটেন পাচারকারীদের সনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি কাজ করছেন। অকটেন পাচার বিষয়টি ইতোমধ্যেই চুনারুঘাট থানা এবং উপজেলা প্রশাসনের নজরে এনেছেন এলাকাবাসি।