Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে তিন শিশুকে নির্যাতন আটক শাহ আলমকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের আলোচিত তিন শিশুকে নির্যাতনের ঘটনায় আটক শাহ আলমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আলম এ নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলমকে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত ২৭ জুলাই সকালে হবিগঞ্জ শহরের খাদ্য গুদাম এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে রনি (১২), মাহিন (১০) ও রুবেল (১৩) নামে ৩ শিশুকে বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে যুবদল নেতা শাহ আলম। খবর পেয়ে সদর থানার এসআই রাজকুমার তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শাহ আলমকে আটকসহ তিন শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কিন্তু শিশুদের অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় তাদের কথা মতো শাহ আলমকে ছেড়ে দেয়া হয়। বিকেলে মোবাইল ফোনে ধারণ করা নির্যাতনের ভিডিওচিত্র গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশের তৎপরতা শুরু হয়। এরপর পুলিশ শাহ আলমসহ ৪জনকে আটক করে। যথাযথ দায়িত্ব পালণ করেও ক্লোজ হন এসআই রাজকুমার। বিষয়টি নিয়ে পুলিশ সদস্যদের মাঝে হতাশা বিরাজ করছে। পরে নির্যাতিত শিশু রুবেলের মা রেজিয়া আক্তার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ শাহ আলমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে এসআই রাজকুমার জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক শাহ আলমকে আটকসহ ৩ শিশুকে উদ্ধার করি। পরে কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাহ আলমকে ছেড়ে দেয়া হয়।