Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাজনগরে চোরকে মেরে বিপাকে দুই ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা সড়ক এলাকায় চোরকে মেরে দুই ব্যবসায়ী পড়েছে বিপাকে। এ নিয়ে শহরে তোলপাড় চলছে। গতকাল সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
পুলিশ প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার আব্দুর রহমানের পুত্র কুখ্যাত চোর বাবু মিয়া (২০) গতকাল বিকেল ৫টায় ওই সড়কে রানা নামের এক যুবকের নিকট থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় রানা তাকে আটক করে শিপন স্টোরের মালিক বাদল মিয়াকে জানায়। বাদল মিয়া বাবুকে আটক করে রাখেন। এর কিছুক্ষণ পর বাবু তার দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় শহরে গুজব রটে চুরির অপরাধে শিশুকে নির্যাতন করা হচ্ছে। এ প্রেক্ষিতে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিপন স্টোরের মালিক বাদল ও কর্মচারি আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তখন ওই এলাকার বাবুর পিতা আব্দুর রহমানের নিকট পুলিশ গেলে তিনি জানান, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। আমি তার ব্যাপারে কিছু জানি না। তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। এছাড়াও এলাকাবাসি জানায় বাবু বিভিন্ন বাসা বাড়িতে প্রতিদিনই ফোনসহ দামি জিনিস চুরি করে নিয়ে যায়। বাবুর যন্ত্রনায় মানুষ শান্তিতে ঘুমাতে পারেন না। সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু এ বিষয়টির খবর পেয়ে থানায় ছুটে যান। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটক বাদল ও সোবহানকে ছেড়ে দেয় পুলিশ।
এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, বিষয়টি যতটুকু শুনেছি, ততটুকু নয়। যাচাই বাছাই শেষে আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।