Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দিনারপুর স্কুলে সভায়-এমপি কেয়া চৌধুরী ॥ ছাত্র জনতার সচেতনতাই জঙ্গীবাদকে রুখে দাড়াবে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গী বিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জঙ্গীরা মানুষ হতে পারে না। তারা অমানুষ। জঙ্গী দমনে পুরোদেশজুড়ে ছাত্র জনতা জেগে উঠেছে। তাই জঙ্গীরা আর এদেশে থাকতে পারবে না। তাদের কারা সহযোগীতা করছে? তাদেরকে বের করে শাস্তি দিতে হবে। পরিশেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত জঙ্গী বিরোধী মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এমপি কেয়া চৌধুরী। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গজনাইপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, আওয়ামী পরিবারের নেতাকর্মী, এলাকার তৃণমূল লোকজন ও স্কুলের শত শত শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক উপস্থিত ছিলেন।