Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বেশী বেশী করে গাছ লাগালে অর্থ পুষ্টি ও স্বাস্থ্য ভাল থাকে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে এমএ মুনিম চৌধুরী বাবু এমপি উপরোক্ত কথা গুলো বলেন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুর কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু। স্বাগত্ব বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃক্ষ রোপনের মাধ্যমে মানুষ স্বাবলম্বি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে।