Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউকে এর পক্ষ থেকে রিক্সা ও সেলাই মেশিন বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ওল্ডহ্যামস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউকে এর পক্ষ থেকে রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ মিলনায়তনে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউকে এর উদ্যোগে রিক্সা ও সেলাই মেশিন বিতরন ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউকে এর এর সভাপতি প্রবাসী কমিউনিটি লিডার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি, কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সমিতির উপদেষ্টা অধ্যাপক আব্দুল হান্নান। কল্যাণ সমিতির নেতা জিল্লুর রহমান জিলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বাউশা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মাছুম আহমদ জাবেদ আলী প্রমুখ।
সভায় বক্তারা এলাকার গরীব দুখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা দেশে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ওল্ডহ্যাম-এ বসবাসরত নবীগঞ্জের প্রবাসীগণ একত্রিত হয়ে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউকে নামে একটি সমিতি গঠন করেন। সমিতির নেতৃবৃন্দ সামাজিক কর্মকান্ডসহ নবীগঞ্জের উন্নয়ন এবং গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর অংশ হিসেবে সমিতির সদস্যগণের দেয়া অর্থে নবীগঞ্জের গরীব ও অসহায়দের কর্মসংস্থানের লক্ষ্যে রিক্সা ও সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেয়া হয়। এ উদ্যোগ উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে সমিতির প্রায় ২০ জন সদস্য ইংল্যান্ড থেকে দেশে ছুটে আসেন। তারা অনুষ্ঠান সফলে দেশে এসে নবীগঞ্জের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দকে নিয়ে একাধিক মতবিনিময় সভায় মিলিত হন। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আয়োজিত অনুষ্ঠান স্থলে রাজনৈতিক বিরোধের জের ধরে দু’পক্ষের মাঝে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক দিকে অনুষ্ঠানের সৌন্দয্যকে ম্লান করেছে। অপর দিকে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউকে এর নেতৃবৃন্দকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনাটি নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির ভবিষ্যত পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন।