Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের শাহপুর বাল্য বিয়ের পিড়ীতে বসছে ৮ম শ্রেণীর ছাত্রী

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে বাল্য বিয়ের পিড়ীতে বসতে যাচ্ছে হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তফুরা আক্তার (১৪)। আর এ বিয়ে বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের শাহপুর এলাকার হিয়ালা উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর ছাত্রী শাহপুর গ্রামের তফুরা আক্তারের সাথে বিয়ে ঠিক হয়েছে পার্শ্ববর্তী এলাকার চানপুর গ্রামের বায়জিদ মিয়ার (৩০)। আগামী ৪ আগষ্ট বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এদিকে, মাত্র ১৪ বছরের কিশোরী কন্যার বিয়ে দেয়ার মত ঘটনায় এলাকায় শুরু হয়েছে তোলপাড়। লোকমুখে চলছে নানান আলোচনা ও সমালোচনা। তফুরার বিয়ে বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসি। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিশোরী স্কুল ছাত্রীর বিয়ের খবর শুনেছি। তবে কি ভাবে জন্ম নিবন্ধনের বয়স তারা বাড়িয়েছে তা আমার জানা নেই। এ ব্যাপারে হিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তফুরা আমার স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী। তবে বিয়ে সম্পর্কে আমার জানা নেই। যদি বিয়ের খবর ঠিক হয়ে থাকে তবে আইনত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।