Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বালিকা কাবাডি খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তৃণমূল থেকে থেকে প্রতিভাবান কাবাডি খেলোয়ার বাছাইয়ের অংশ হিসাবে হবিগঞ্জে অনুর্ধ-১৬ বাািলকা কাবাডি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বিপুলসংখ্যক বালিকা কাবাডি খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে কাবাডি ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলোয়ার বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাবাডি ফেডারেশনের প্রশিক্ষক নাজির হোসেন, সহকারী প্রশিক্ষক নুরুল ইসলাম ও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাকিল চৌধুরী।
বাছাইকৃত ২০ জন খেলোয়াড়কে নিয়ে ২ আগস্ট পর্যন্ত প্রশিক্ষণ ক্যাম্প চলবে। এর মাঝ থেকে সেরা ৪জন জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।