Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অবাধে চলছে ট্রাক্টর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে শিশুদেরকে দিয়ে ট্রাক্টর চালাচ্ছে এক শ্রেণীর মালিক। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গত শুক্রবার সকালে মহাসড়কের অলিপুর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন দিকে বালুবোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের আমজাদ আলীর পুত্র মমিন মিয়া (১৫) ও সৈয়দ আলীর পুত্র হেলপার শাকিল মিয়া (১২) কে আটক করে পুলিশকে খবর দেয়া হয়। হাইওয়ে থানার এসআই বেলায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করে থানায় নিয়ে যান। প্রাইভেটকার চালক রমিজ আলী জানান, আটক দুইজনকে সারাদিন থানায় রেখে মধ্যরাতে পুলিশ রহস্যজনক কারণে ছেড়ে দেয়। এ ব্যাপারে এসআই বেলায়েত হোসেন বলেন, দুর্ঘটনা হয়েছে, তবে তিনি কোন আসামীকে আটক করেননি। এদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হ্যান্ডকাপ পড়া অবস্থায় আসামীদের ছবি তুলেন সাংবাদিকরা। হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তুলা ছবি নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, আসামী গ্রেফতার করা না হলে আটক দুই কিশোরের হাতে হ্যান্ডকাপ আসল কোথা থেকে?