Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাগরিকদের যৌন জীবন তদন্ত করছে সুইডেন

এক্সপ্রেস ডেস্ক ॥ নাগরিকদের যৌনজীবন নিয়ে দেশব্যাপি বিশাল তদন্ত শুরু করেছে সুইডেন সরকার। দেশের নাগরিকদের মাঝে প্রেম-ভালবাসা কমে যাচ্ছে এবং জনগণ যথেষ্ট পরিমাণে যৌন সম্পর্ক করছেন না, এমন এক প্রতিবেদনের প্রেক্ষিতে এ তদন্ত শুরু করেছে দেশটি। সুইডেনের জনস্বাস্থ্য মন্ত্রী গ্যাব্র্রিয়েল উইস্টর্ম জানান, ২০ বছর আগে সুইডিসদের যৌন অভ্যাস নিয়ে সর্বশেষ সমীক্ষা হয়েছে। ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদনে দেখা যায়, এ সময় থেকেই নাগরিকদের যৌন কর্মকান্ড কমে গেছে। শুক্রবার পত্রিকার মতামত কলামে গ্যাব্রিয়েল লেখেন, নাগরিকদের মাঝে যৌন সম্পর্ক কমে যাওয়ার কারণ তদন্ত করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যদি মানসিক চাপ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সুইডিশ নাগরিকদের যৌন জীবনে প্রভাব ফেলে, তাহলে বুঝতে হবে এটা একটি রাজনৈতিক সমস্যা। সুইডিশ মন্ত্রী আরও বলেন, যৌন স্বাস্থ্য নীতি পরিচালিত হওয়া উচিত হবে। শুধুমাত্র সমস্যা দিয়ে প্রভাবিত না হয়ে সেক্সের আনন্দয়ক দৃষ্টিভঙ্গিও থাকা প্রয়োজন।
ট্যাবলয়েড পত্রিকার জরীপে সুইডিশদের কম সেক্স করতে দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন এ তদন্ত এটা সত্য কিনা এবং কেন এটা হচ্ছে তা বের করবে। এক্ষেত্রে মানসিক চাপও একটি সমস্যা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা পরিচালিত এ তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ২০১৯ সালের জুনে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। বিবিসি, ডেইলি মেইল।