Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কসবা গ্রামের আজিজুল হত্যা মামলায় ৫ আসামীর জামিন না-মঞ্জুর

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আলোচিত কসবা গ্রামের আজিজুল হত্যা মামলার ৫ আসামীর জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। আটকৃতরা হলেন কসবা গ্রামের মৃত কছদ্দর উল্লার পুত্র মাশা মিয়া(৩২), সুরুজ উল্লার পুত্র রাসেল আহমদ (৩০), মৃত ইয়াকুব উল্লার পুত্র শাহিন মিয়া (৩২), মৃত রশিদ উল্লার পুত্র ময়ুর হোসেন (৪২), মৃত রাজ উদ্দনের পুত্র রুমন মিয়া (২২)। আজিজুল হত্যার পর থেকে উল্লেখিত আসামীরা পলাতক ছিল। গতকাল বৃহস্পতিবার তারা হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জুন বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের নিকটে আজিজুলের উপর পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের ১৫/১৬ জন যুবক হামলা চালায়। হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে আজিজুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিনই সে মারা যায়। এ ব্যাপারে ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে তোফাজ্জল হোসেনকে প্রধান আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি সনের ২ ফেব্র“য়ারী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিত সিংহ আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার প্রধান আসামী তোফাজ্জল হোসেন বর্তমানে কারাগারে রয়েছে।