Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ফসলে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের কৃষি অঞ্চলে আমনের জমি জুড়ে নানা রোগ বালাইয়ের আক্রমণ দেখা দিয়েছে। কৃষককে এসব রোগ বালাই দমনে এখন হিমশিম খাচ্ছেন। ফুল পচা ও পাতা জলসানো রোগের আক্রমণ কিছুটা কমলেও হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণ কৃষকদের দিশেহারা করে তুলেছে। দ্রুত এসব পোকার আক্রমণ দমন করা না গেলে আমন ফসল উৎপাদন অন্য বছরের চেয়ে কমে যাওয়ার আশংকা করছেন কৃষকরা। ভুক্তভোগী একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আমন বীজ রোপনের শুররুতেই একাধিকবার বৈরী আবহাওয়ার কারণে এমনিতেই চাষিরা লোকসানের মুখে পড়েছেন। গত এক সপ্তাহ পূর্বে ক্ষেতে ফুল পচা ও পাতা জলসানো রোগের আক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে অধিকাংশ রোপা আমন ক্ষেতে শীষ বের হচ্ছে। এর মধ্যে গত কয়েকদিন ধরে হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়ায় দিশেহারা হয়ে কৃষকরা পুনরায় জমিতে কীটনাশক প্রয়োগ করছে। উপজেলার সাতপাড়া গ্রামের কৃষক মকসুদ আলী জানান, তিনি ২ একর জমিতে রোপা আমনের চাষ করেছেন। ধানের ফলন ভাল হলেও গত কয়েকদিন পূর্বে থোড় ধানে ফুল পচা ও পাতা জলসানো সহ কারেন্ট পোকা আক্রমণ করছে। ধানের গোছার মাঝখানে শীষ কেটে দেয়ায় ওই শীষ শুকিয়ে মরে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও তেমন একটা ফল পাওয়া যাচ্ছে না। ভূক্তভোগী কৃষকদের অভিযোগ বিভিন্ন ডিলার ও খুচরা দোকানে ভেজাল কীটনাশক দেদারছে বিক্রি হচ্ছে। ফলে কীটনাশক ক্রয় করে ক্ষেতে ছিটিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ দিকে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, রোগ প্রতিরোধে প্রতিদিন বিভিন্ন গ্রামে চাষিদের নিয়ে রোগ বালাই নাশক ব্যবহারের কর্মশালা ও মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ইতিমধ্যে ফুল পচা ও পাতা জলসানো রোগ নিয়ন্ত্রনে চলে এসেছে।