Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা থেকে নিখোঁজে ৬ বছর পর কাজের তাসলিমা উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঢাকার বাসা থেকে কাজের ভূয়া তাশলিমা নিখোজ হওয়ার ৬ বছর পর গত রবিবার রাত ৯টায় মিরপুর ১ নম্বর শাহ আলীর মাজার এলাকার বাসা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এ সময় তাশলিমার কোলে জান্নাত নামে ৩ বছরের একটি মেয়ে ছিল। নিখোজ হওয়া বাসার মালিক জামাল আহম্মদ রনি খবর জানতে পেরে র‌্যাব ক্যাম্পে গিয়ে সনাক্ত করেন। পরে ঢাকা থেকে চুনারুঘাট থানায় এসে ওসির সাথে যোগাযোগ করে বিস্তারিত জানান। ওসি নির্মেলেন্দু চক্রবর্তী এএসআই মলাইকে তাশলিমা নিয়ে আসার দায়িত্ব দেয়া হয়। পুলিশ বাসার মালিক ও অন্যান্যদের নিয়ে মিরপুর ৪ র‌্যাব ক্যাম্প থেকে তাশলিকাকে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
জানা যায়, গত ২০০৮ সালে চুনারুঘাট উপজেলার ঢুলনা গ্রামের রইছ উল্লাহ ও মরিয়মের ১২ বছরের মেয়ে তাশলিমাকে দরিদ্রতার কারনে পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের ছুবা মিয়া স্ত্রী আম্বিয়া খাতুন ঢাকা কাজির বাজারের বাসায় কাজের ভূয়া হিসেবে জালাল আহাম্মদ রনির বাসায় দেন। সেখানে প্রায় ৩ বছর থাকার পর তাশলিমা হঠাৎ নিখোজ হয়ে যায়। পরে বাসার মালিক অনেক খুজাখোজির পর তার বাবার বাড়ীতে খবর জানান। সেখানেও তাশলিমাকে পায়নি। নিখোজ হওয়ার খবর পেয়ে দরিদ্র তাশলিমার মা ভেঙ্গে পরেন। দীর্ঘদিন অপেক্ষা করে তাশলিমার সন্ধান না পাওয়ায় নিরূপায় হয়ে আদালতে অপহরণ মামলা দায়ের করেন। মামলঅল অভিযুক্তরা হচ্ছে-জারুলিয়া গ্রামের ছুবা মিয়ার স্ত্রী, ছুবা মিয়া, সেকুল আক্তার ও ঢাকা বাসার মালিক জালাল আহম্মদ রনি। উদ্ধার হওয়া তাশলিমার সাথে থানায় নিখোজ হওয়ার কারন জানতে চাইলে তাশলিমা জানায়, তাকে জালাল আহম্মদ রনির বাসায় নিয়ে দেওয়ার পর থেকে রনির স্ত্রী বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করত। নির্যাতন সহ্য প্রায় ৩ বছর থাকার পর পালিয়ে গিয়ে মিরপুর গার্মেন্টস শ্রমিক লাকি নামের ১ মহিলার বাসায় আশ্রয় নেয়। পরে লাকি তাকে একটি গেঞ্জির ফ্যাক্টরীতে আড়াই হাজার টাকা বেতনে চাকুরী দিয়ে দেন। এখানে চাকুরীর সুবাধে বরিশালের রাসেল নামের গার্মেন্টস শ্রমিকের সাথে সম্পর্ক হয়। পরে বিয়ে করে শাহ আলীর মাজার এলাকায় বসবাস করতে থাকে।