Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃন্দাবন সরকারী কলেজে ছাত্রলীগ ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া দোকান ভাংচুর ॥ ৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সুহেল মিয়া (২২) ও জাকির হোসেন (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও আহত হয়েছে বৃন্দাবন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন, হাবিবুর রহমান রিংকু, সাইদুর রহমান।
জানা যায়, ওই সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে মিছিল বের করতে যায় ছাত্রদল। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা বাঁধা দিলে তাদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দেয়। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি বেসামাল হয়ে উঠার আগেই ছাত্রদল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যায়। খবর পেয়ে সদর থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করলে পরিস্থিতি শান্ত করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও ভাংচুর করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ছোটাছুটি করতে থাকে।
ওসি নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।