Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবালের বিরুদ্ধে ৭টি চার্জশীট ॥ অভিযোগ ঃ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকায় আধিপত্য বিস্তারে বেপরোয়া

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী উত্তর-পশ্চিম ইউপি কমিটির সহ-সভাপতি ইকবাল বাহার খানের ওপর দায়েরকৃত ১০টি মামলার মধ্যে ৭টি মামলার চার্জসীট আদালতে দাখিল করেছে বানিয়াচং থানা পুলিশ। বিভিন্ন তারিখে পুলিশ আদালতে এসব চার্জসীট দাখিল করেন। নাশকতা, লুটপাট, আত্মসাত, দাঙ্গাহাঙ্গামা ও জোরপূর্বক জায়গা দখলের চেষ্টার অভিযোগে জামায়াত নেতা ইকবাল বাহারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১০টি মামলা হয়। এর মধ্যে ৭টি মামলার চার্জসীটে তিনি অভিযুক্ত হন। কয়েকটি মামলায় তিনি কিছুদিন জেলও খেটেছেন। এদিকে নাশকতা দুটি মামলার চার্জসীট বিজ্ঞ আদালত গৃহীত হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেতন-ভাতা ও সরকারি সব সুযোগ সুবিধা বন্ধসহ তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে এ ব্যাপারে উচ্ছ আদালতে ইকবাল বাহার রীট আবেদন করলে সরকারি সব সুযোগ সুবিধা স্থগিত করে তাকে শুধুমাত্র কার্যালয়ে বসার অনুমতির আদেশ দেন বিজ্ঞ আদালত।
জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারির পর বিএনপি-জামায়াতের আন্দোলন চলাকালে হরতার-অবরোধের নামে সরকারি অফিসে আগুন দিয়ে গুরুত্বপূণ নথিপত্র পুড়িয়ে দেয়া, ট্রাকে চোরাগুপ্তা পেট্টল বোমা হামলা ও দিনে দুপুরে ইউএনও এর সরকারি গাড়ি ভাংচুরসহ বানিয়াচংয়ে ৬টি নাশকতার ঘটনা ঘটে। দায়েরকৃত ৬টি মালার মধ্যে ৪টি মামলার তদন্তে প্রমাণিত চার্জসীটে অভিযুক্ত হন জামায়াত নেতা ইকবাল বাহার। এছাড়া ভাইস চেয়ারম্যান ইকবাল বাহারসহ তার ভাইদের বিরুদ্ধে এলাকায় মারপিট, লুটপাট, আত্মসাত ও জোরপূর্বক ভূমি দখলের অভিযোগে রয়েছে একাধিক মামলা-মোকদ্দমা। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকায় আধিপত্য বিস্তারে ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার বেপরোয়া হয়ে ওঠেন।