Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাঁচ মাসেও তদন্তে অগ্রগতি নেই বাহুবলে রফিক হত্যা মামলার

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের যুব সংহতির নেতা রফিকুল ইসলাম হত্যাকান্ডের পাঁচ মাস পূর্ণ হবে আগামী বৃহস্পতিবার। পাঁচ মাসে তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই। মামলা আটকে আছে ডিএনএ রিপোর্টে। নিহত রফিকের তিন অবুঝ সন্তান বিচার পাবে কি পাবে না এ নিয়ে জনসাধারনের মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। নিহতের ছোট ভাই মামলার বাদী হাফেজ সাদেকুর রহমান জানান, গ্রেফতারকৃত দুই সহোদর জাহির মোল্লা ও আবুল কালাম জামিনে মুক্তি পেয়ে মামলার বাদি ও স্বাক্ষীদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে এবং অপর আসামী গুলো এখনো গ্রেপ্তার হয়নি। গত ২৮ ফেব্র“য়ারী রাত অনুমান আড়াইটায় ঘর থেকে ডেকে নিয়ে একদল দূর্বৃত্ব রফিকুল ইসলামকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে টুকরো টুকরো করে লাশ রেল লাইনে ফেলে রাখে।
এ ঘটনায় বাহুবল থানায় মামলা দায়ের করা হলেও বাহুবল থানার পুলিশ উদ্ধারকৃত কুড়াল ও রক্ত মাখা জামা কাপড়, রক্ত মাখা মাঠি এখন পর্যন্ত কোন ডিএনএ পরীক্ষার জন্য পাঠায়নি। বাহুবল থানা পুলিশ আসামিদের সঙ্গে মোটা অংকের টাকায় বশিভূত হয়ে মামলার বাদীকে সান্তনা দিয়ে আসছে। তারা মামলার কোন অগ্রগতি দেখাতে পারেনি। পরে নিরূপায় মামলার বাদী গত ১৫ মার্চ সুষ্ট তদন্তের জন্য ডিবিতে মামলা হস্তান্তরের জন্য পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেন। প্রায় চার মাস ডিবিতে মামলা থাকাকালে ডিবি পুলিশ অন্যান্য আসামীকে গ্রেপ্তার করতে পারেনি এবং সুষ্ট তদন্তেরও কোন অবকাশ মেলেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসাই আব্দুল করিম জানান, সদর হাসপাতালের ডাক্তার রেলের কাটা লাশ বলে একটি রিপোর্ট প্রদান করেছেন।