Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভাধীন কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভাধীন কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৭৫০জন উপকারভোগী মা ও শিশুদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে গতকাল রোববার জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপি এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো: মোখলেছুর রহমান, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ ও ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়। হেলথ ক্যাম্প পরিচালনা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. মো: আরশেদ আলী ও শিশু বিশেষজ্ঞ ডা. মো: কায়ছার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম।