Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচনে নিহতদের ক্ষতিপূরণ সাড়ে ৫ লাখ টাকা

এক্সপ্রেস ডেস্ক ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহতদের পরিবার প্রতি সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য ও দুইজন শিক্ষক ও আহত একজনের পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়া হয়। রোববার সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
আনিসুল হক বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে কিশোরগঞ্জে নিহত পাঁচজন আনসার ও ভিডিপি সদস্যদের পরিবার প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা, আনসারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা, পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার দেওয়া হয়েছে। এছাড়াও আনসার ও ভিডিপির পক্ষ থেকে তিন লাখ টাকা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁও জেলায় নিহত দুইজন শিক্ষকের (পোলিং অফিসার) দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। বরিশাল জেলায় নিহত একজন আনসার সদস্যের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা, আনসার ভিডিপির পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আনসারের পক্ষ থেকে তিন লাখ টাকা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে নির্বাচনের সময় ভোট কেন্দ্রের বাইরে অস্বাভাবিক কোনো মৃত্যুর তথ্য নির্বাচন কমিশনে নেই বলে সংসদকে জানান মন্ত্রী।