Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরীর উদ্যোগ বাহুবল ও মিরপুর পাবলিক লাইব্রেরীতে ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ

বাহুবল প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরীর উদ্যোগে বাহুবল ও মিরপুর পাবলিক লাইব্রেরী ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পেয়েছে। সম্প্রতি ঐতিব্যবাহী এদুইটি লাইব্রেরী’র উন্নয়নের স্বার্থে এমপি কেয়া চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ডিও প্রদান করেন। এ প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দুই পাবলিক লাইব্রেরীতে ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। অচিরেই বরাদ্দের টাকা পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষদ্বয় উত্তোলন করবেন। এ টাকায় পাবলিক লাইব্রেরী দুইটির উন্নয়নসহ বই ক্রয় করা হবে। এসব বই পড়ে নতুন প্রজন্মরা জ্ঞান অর্জন করবে। এমন প্রত্যাশায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে দিয়েছেন এমপি কেয়া চৌধুরী।
এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন, আগামীদিনের যোগ্য নেতৃত্বের জন্য নতুন প্রজন্মকে গড়ে তোলা প্রয়োজন। এজন্য তাদের জ্ঞান আহরণ করার সুযোগ তৈরী করে দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অবসর সময়ে নতুন প্রজন্মরা যদি পাবলিক লাইব্রেরীতে এসে বই পড়ে, তাহলে অন্য দিকে না গিয়ে জ্ঞান অর্জন করতে পারবে। এসব দিক বিবেচনায় এনে এ বরাদ্দ এনে দিয়েছি। তিনি বলেন, চাই সঠিক কাজ। বরাদ্দ নিয়ে চিন্তা করতে হবে না।