Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কৃষকদের নিকট থেকে ধান ক্রয়সহ বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে সরকার-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় ৫৯.৮৪% লোকের এবং শহর এলাকায় ১০.৮১% লোকের কৃষিখামার রয়েছে। ধান, পাট, তুলা, আখ, ফুল ও রেশমগুটির চাষসহ বাগান সম্প্রসারণ, মাছ চাষ, সবজি, পশুসম্পদ উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি, বীজ উন্নয়ন ও বিতরণ ইত্যাদি বিষয়সমূহ এ দেশের কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নের জন্য আওয়ামী লীগের সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলে কৃষিখাতে যুগান্তকারী সাফল্য এসেছে। গতকাল শনিবার হবিগঞ্জ কৃষি অধিদপ্তর আয়োজিত ‘কৃষি প্রযুক্তি মেলা ২০১৬’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। তাই হবিগঞ্জসহ সারাদেশে ভর্তুকি দিয়ে কৃষকদের নিকট থেকে ধান ক্রয়সহ বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে এ সরকার।
গতকাল শনিবার হবিগঞ্জ নিমতালা প্রাঙ্গণে কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক বশির আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কৃষিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।